বর্তমানে গ্রাজুয়েশন উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা WBCS পরীক্ষার দিকে বেশ ঝুঁকি নিচ্ছে। সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য যথাযথ প্রস্তুতি নিচ্ছ, কিন্তু এটা কি জানো WBCS পরীক্ষায় সর্বোচ্চ কবার বসা যায় অর্থাৎ ঠিক কতবার তুমি চাইলে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে? বয়স সীমা কত রয়েছে? ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলি আজকে আমরা আলোচনা করছি। তাই তুমি যদি WBCS পরীক্ষার্থী বা পরীক্ষা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছো তারা অবশ্যই এই প্রতিবেদনটি দেখে নাও।
WBCS পরীক্ষার কতবার পরীক্ষার্থীরা বসতে পারবেন? (Number of AttemptS WBCS Exam Rules)
WBCS বা West Bengal Civil Service WBPSC পরীক্ষাটি হল পশ্চিমবঙ্গের প্রশাসন ব্যবস্থার জন্য সরকারি অফিসার নিয়োগের প্রবেশপথ। এছাড়াও পুলিশের বেশ কিছু উচ্চস্থানীয় পদে নিয়োগের জন্য প্রায়শই প্রত্যেক বছরে এর পরীক্ষাটি নেওয়া হয়ে থাকে।
“WBCS পরীক্ষা কতবার বসা যায় বা এটেম্প করা যায়?” – এই প্রশ্নটি নিয়ে পরীক্ষার্থীদের মনে বেশ সংশয় রয়ে যায়। পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস পরীক্ষায় নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার্থীরা যতবার পছন্দ করতে পারে এই পরীক্ষায় বসতে পারবেন। তবে অবশ্যই বয়সের মাপকাঠির মধ্যে হতে হবে।
দেখে নাও: BDO হতে গেলে কি নিয়ে পড়তে হয়? যোগ্যতা কি লাগবে? সবকিছু জেনে নাও
কোন পোস্টে কত বয়স অবধি আবেদন: Age Limit for WBCS Group-A, B, C, D Various Post
এই বয়সের তালিকাটি কেবল সাধারণ বা জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য। অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সের ছাড় তিন বছর এবং তফশিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সের সীমা রয়েছে পাঁচ বছর। অর্থাৎ তোমরা যারা অন্যান্য ক্যাটাগরির অন্তর্ভুক্ত তারা নির্ধারিত বয়স সীমার থেকে সর্বোচ্চ তিন বা পাঁচ বছর অব্দি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।
গ্রুপ | বয়স সীমা | অফিসার রাঙ্ক পদ |
---|---|---|
Group A | 21 – 36 year | WBCS এক্সিকিউটিভ, এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স সার্ভিস, পশ্চিমবঙ্গ কমার্শিয়াল ট্যাক্স সার্ভিস |
Group B | 20 – 36 year | পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস |
Group C | 21 – 36 year | জয়েন্ট ব্লক ডেভেলপমেন্টাল সার্ভিস, জুনিয়ার সোশ্যাল ডেভেলপমেন্টাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স সার্ভিস |
Group D | 21 – 39 year | রিহ্যাবিলিটেশন অফিসার, পঞ্চায়েত ডেভেলপমেন্টাল অফিসার |
তুমি যদি WBCS অ্যাসপিরেন্ট হও তাহলে সঠিকভাবে পড়াশোনা এবং মূল্যায়নের মাধ্যমে সর্বোচ্চ দুই থেকে তিন বছরের মধ্যেই WBCS পরীক্ষা ক্রাক করা লক্ষ্য হওয়া উচিত। প্রথম সুযোগে যদি না পারো সে ক্ষেত্রে সর্বোচ্চ দুই বা তিনটি Attempt নেওয়াটাই কাম্য।
অবশ্যই দেখো: কিভাবে WBCS হবে? সিভিল সার্ভিস পরীক্ষা, যোগ্যতা খুঁটিনাটি তথ্য থেকে পদের নাম!
▶ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের WBPSC অফিসিয়াল ওয়েবসাইট: psc.wb.gov.in↗
যারা WBCS এই বছরে বা পরের বছরে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই তোমাদের টার্গেট নির্দিষ্ট করে পড়াশোনা করে এগিয়ে যাও এবং নিজেকে পশ্চিমবঙ্গ সরকারের একজন অফিসার হিসাবে সুনিশ্চিত করো। তোমাদের এগিয়ে যাওয়ার পথে Edutips সব সময় তোমাদের পাশে রয়েছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -