WBCS New Exam Pattern: পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন, দেখে নিন

WBCS Latest Exam Pattern Selection Process

আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে WBCS পরীক্ষা দেওয়ার কিন্তু উপযুক্ত Guidance এর অভাবে তাদের কাছে এই পরীক্ষা সম্পর্কিত নানা তথ্য অজানাই থেকে যায়। আজকের এই প্রতিবেদনে WBCS এর Selection Process, Question Pattern প্রভৃতি বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তাই কোন তথ্য Miss করতে না চাইলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

   

WBCS Exam Pattern (পরীক্ষার প্যাটার্ন)

WBCS – এর পুরো কথা হল West Bengal Civil Service, এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে সরকারি আমলা, আধিকারিক হওয়ার সুযোগ পাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক WBCS এর Selection Process এর মত জরুরি কিছু তথ্য।

WBCS Exam তিনটি ধাপে হয়ে থাকে, যথা – Preliminary Exam, Main Exam এবং Interview বা Personality Test ; এখন চলুন এই পরীক্ষার Exam Pattern সম্পর্কে বিস্তারিত জানি।

  • Preliminary Exam: Preliminary Exam শুধু মাত্র একটি Paper – এর উপর হয়, যথা – General Studies ; এক্ষেত্রে উল্লেখ্য, Preliminary Exam এর Full Marks হলো 200 ; Number of Questions থাকে 200 টি ; সময় দেওয়া হয় 2 ঘণ্টা।
  • Main Exam: এক্ষেত্রে মোট 06 – টি Compulsory Paper থাকে, পাশাপাশি Optional Subject-ও থাকে। এক্ষেত্রে উল্লেখ্য, প্রতিটি Compulsory Paper-এ 1 নম্বরের 200-টি প্রশ্ন থাকে। Group A ও B-এর প্রার্থীদের Compulsory Paper-এর সাথে 200 নম্বরের একটি Optional বিষয় নির্বাচন করতে হয়, যাতে মোট 02-টি Paper থাকে।
  • Personality Test বা Interview: যে সমস্ত প্রার্থী Prelims এবং Main Exam Clear করতে পারেন তাদের Interview এর জন্য ডাকা হয়, এটি মোট 200 নম্বরের হয়ে থাকে।

আরো দেখো: Gram Panchayat Job: পঞ্চায়েতে চাকরি কিভাবে পাবে? বিভিন্ন পদের শিক্ষাগত যোগ‍্যতা ও বেতন!

WBCS Selection Process (নির্বাচন প্রক্রিয়া)

ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন WBCS পরীক্ষা মোট 03- টি পর্যায়ে হয়, এক্ষেত্রে উল্লেখ্য, WBCS পরীক্ষার এই তিনটি ধাপের প্রতিটির মধ্যে নূন্যতম 02 মাসের সময় দেওয়া হয় সংশ্লিষ্ট প্রাথীদের। Preliminary Exam Clear করলে তবেই সংশ্লিষ্ট প্রার্থী Main Exam – এ বসতে পারে।

এরপর যে সমস্ত Candidate – রা Main Exam Clear করতে পারেন তাদের পরবর্তী পর্যায়ে Personality Test বা Interview – এর জন্য ডাকা হয়। এরপর সর্বশেষ ও পরবর্তী পর্যায়ে Final Merit List বের করা হয় এবং যোগ্য প্রার্থীদের তাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে নিয়োগ করা হয়।

আরো দেখুন: WBCS Exam: কিভাবে WBCS হবে? যোগ্যতা খুঁটিনাটি তথ্য থেকে পদের নাম!

তবে লেটেস্ট আপডেটের জন্য রেগুলার অবশ্যই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in/ ভিজিট করবে।

WBCS – পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিয়ে লেখা আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ হল। আশা করছি আজকের এই প্রতিবেদন থেকে উপযুক্ত সময়-মূল্য পেয়েছেন। এডুটিপস বাংলার ছাত্র-ছাত্রীদের পাশে আছে, সর্বতভাবে তাদের পড়াশোনা থেকে ক্যারিয়ারের সাহায্য করার জন্য।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram