অবশেষে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের প্রতীক্ষার অবসান! শীঘ্রই শুরু হতে চলেছে WBCS পরীক্ষার ফর্ম ফিলাপ! বিজ্ঞপ্তি বের করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রতিবেদনে দেখে নাও কি বলা হয়েছে PSC – এর বিজ্ঞপ্তিতে, সঙ্গে জেনে নাও এই পরীক্ষা দিতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে।
WBCS Examination Notification 2024: বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে?
তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি গত 20 নভেম্বর WBCS পরীক্ষার জন্য Public Service Commission, West Bengal – বিজ্ঞপ্তি জারি করেছে।
Public Service Commission – এর তরফে গত 20 নভেম্বর দেওয়া 08/2024 – নং বিজ্ঞপ্তি অনুযায়ী এই পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে WBCS(Exe) সহ অন্যান্য Cadre – এ নিয়োগ করা হবে।
যোগ্যতা ও সিলেবাস – কোথায় আবেদন করবে?
গত 20 নভেম্বর PSC – এর দেওয়া বিজ্ঞপ্তি নং 08/2024 অনুযায়ী প্রার্থীদেরকে এই পরীক্ষার সিলেবাস এবং যোগ্যতা গুলি কমিশনের ওয়েবসাইট থেকে দেখে নিতে বলা হয়েছে। এই পরীক্ষার সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা নিচের লিংকে পেয়ে যাবে।
দেখে নাও: WBCS New Exam Pattern: পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন, দেখে নিন
WBCS 2024 পরীক্ষার আবেদনের জন্য তোমাদের https://psc.wb.gov.in/ – পোর্টালে যেতে হবে। এখান থেকেই তোমরা পরীক্ষার আবেদন করতে পারবে।
পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইটের সরাসরি লিংক | Click Here |
পরবর্তী দেখো: কিভাবে WBCS হবে? সিভিল সার্ভিস পরীক্ষা, যোগ্যতা খুঁটিনাটি তথ্য থেকে পদের নাম!
আশা করছি আজকের পোস্টটি তোমাদের কাজে আসবে, প্রতিনিয়ত এমনই গুরুত্বপূর্ণ পোস্ট সবার আগে পাওয়ার জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে পারো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »