WBJEE 2024: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামের তারিখ প্রকাশ করল বোর্ড! কারা যোগ্য? কবে পরীক্ষা জেনে নিন

WBJEE 2024 Exam Date Westbengal Joint Entrance exam

২০২৪ সালে জয়েন্ট এন্ট্রান্স এক্সামের সম্ভাব‍্য তারিখ ঘোষনা করল পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পরবর্তী বছরে ২৮ শে এপ্রিল, রবিবার, জয়েন্ট এক্সাম হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে। আর আগেভাগে পরীক্ষার সম্ভাব‍্য তারিখ জানিয়ে রাখায় ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতি নিতে সুবিধাই হবে বলে মনে করা হচ্ছে।

   

প্রসঙ্গত বলে রাখি পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হল ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি ও আর্কিটেকচার শাখায় পড়াশুনা করার প্রবেশিকা পরীক্ষা

  • মূলত সায়েন্স নিয়ে উচ্চমাধ‍্যমিক পাশ করা পড়ুয়ারাই জয়েন্টে বসতে পারেন।
  • ইচ্ছুক পড়ুয়াদের অবশ‍্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ম‍্যাথমেটিক্স ও কম্পিউটার সায়েন্স/বায়োলজি সাবজেক্ট হিসেবে থাকলে তবেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসতে পারবেন।

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা

এদিন বুধবারেই পরীক্ষার সম্ভাব‍্য দিন ঘোষনা করে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বিজ্ঞপ্তিতে লেখা, “পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, ফার্মেসী, আর্কিটেকচার সহ অন‍্যান‍্য কোর্সে ভর্তি হবার প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স আগামী বছরের ২৮ শে এপ্রিল, রবিবার অনুষ্ঠিত হবে।” আর ইচ্ছুক পরীক্ষার্থীরা আরও বিস্তারিত তথ‍্য জানতে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল সাইট www.wbjeeb.nic.in বা www.wbjeeb.in ফলো করতে পারেন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি লিংক

Press Release: WBJEE 2024 – Click Here

আরো দেখুন, HS Exam: উচ্চমাধ্যমিক প্রশ্নপত্রে বিরাট বদল! পুরোটাই MCQ নির্ভর, নতুন ঘোষণা শিক্ষা দপ্তরের

এইবছরে জয়েন্ট এক্সাম হয়েছিল ৩০ শে এপ্রিল ও ফলাফল প্রকাশিত হয় ২৮ শে মে। ফলপ্রকাশের পর প্রায় দেড়মাস পরে উত্তীর্ণ পরীক্ষার্থীদের কাউন্সেলিং শুরু হয়। চলতি বছরে জয়েন্ট পরীক্ষায় প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী বসেছিলেন। আগামী বছরেও এপ্রিলেই জয়েন্ট এন্ট্রান্স এক্সামটি হবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram