পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE) ২০২৫-এর সূচি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের এই পরীক্ষাটি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, ফার্মেসি ইত্যাদি পেশাগত আন্ডার গ্রাজুয়েশন ডিগ্রী কোর্সে ভর্তি হওয়ার সুযোগ।
WBJEE Form Fill Up 2025: জয়েন্ট পরীক্ষার ফর্ম ফিলাপ ও দিনক্ষণ প্রকাশ
পরীক্ষার আবেদন প্রক্রিয়া: ২২ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপত্র সংশোধনের জন্য ২৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
১৭ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ডাউনলোড করা যাবে পরীক্ষার প্রবেশপত্র। পরীক্ষাটি ২৭ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। পেপার-I (গণিত): সকাল ১১টা থেকে ১টা। পেপার-II (পদার্থবিদ্যা এবং রসায়ন): দুপুর ২টা থেকে ৪টা।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ একনজরে (Official Notice)
ক্র | কার্যক্রম | তারিখ ও সময় |
---|---|---|
১ | অনলাইন আবেদন এবং ফি প্রদান | ২২.০১.২০২৫ (বুধবার) থেকে ২৩.০২.২০২৫ (রবিবার) |
২ | সংশোধন এবং নিশ্চিতকরণ পৃষ্ঠা ডাউনলোড | ২৫.০২.২০২৫ (মঙ্গলবার) থেকে ২৭.০২.২০২৫ (বৃহস্পতিবার) |
৩ | অ্যাডমিট কার্ড ডাউনলোড | ১৭.০৪.২০২৫ (বৃহস্পতিবার) থেকে ২৭.০৪.২০২৫ (রবিবার, দুপুর ২টা পর্যন্ত) |
৪ | পরীক্ষা | ২৭.০৪.২০২৫ (রবিবার) |
৫ | ফল প্রকাশ | পরবর্তীতে জানানো হবে |
▶ | নোটিশ ডাউনলোডের লিংক: | Download Notice PDF |
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই আমাদের whatsapp গ্রুপে জয়েন হতে পারেন: ⚙︎ Join Group ↗
অবশ্যই দেখবেন: WBJEE 2025 Exam Rules: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার নিয়মাবলী প্রকাশিত! সহজে দেখে নিন
WBJEE ২০২৫-এর পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নোটিশ।আগ্রহী পরীক্ষার্থীরা সময়ের মধ্যে অবশ্যই ফর্ম ফিলাপ করে নেবে, পরীক্ষার আবেদন থেকে শুরু করে অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং পরীক্ষার প্রস্তুতির জন্য উল্লেখিত তারিখগুলো অনুসরণ করা আবশ্যক। ছাত্রছাত্রীদের জন্য শুভকামনা!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »