WBJEE Counselling New Schedule 2024 on 16th July: পরিবর্তন করা হলো রাজ্য জয়েন এন্ট্রান্স সম্পূর্ণ কাউন্সিলিং এর সময়সূচী। কয়েকদিন আগেই কাউন্সেলিং সংক্রান্ত সম্পূর্ণ গাইডলাইনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং ওই বিজ্ঞপ্তি প্রকাশের পরেই সম্পূর্ণ কাউন্সেলিং এর সময়সূচী প্রকাশ করা হয়েছিল। এরপর ১৬ জুলাই, ২০২৪ মঙ্গলবার WBJEE বোর্ডের তরফ থেকে কাউন্সিলিংয়ের নতুন সময়সূচী প্রকাশ করা হয়েছে।
এখনো পর্যন্ত অনেক ছাত্র-ছাত্রী WBJEE কাউন্সিলিং এ অলরেডি অংশগ্রহণ করেছে এবং তাদের চয়েস ফিলিং লক করে দিয়েছে। কিন্তু এখনো অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা বিভিন্ন সমস্যার কারণে তাদের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। তাই ছাত্র-ছাত্রীদের কথা ভেবে WBJEE বোর্ড নতুন কাউন্সেলিং এর সময়সূচী প্রকাশ করেছে। আজকের এই প্রতিবেদনে WBJEE কাউন্সিলিং এর নতুন সময়সূচি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
WBJEE Councelling New Schedule 2024: কাউন্সেলিং সময়সূচী পরিবর্তন
পুরনো কাউন্সেলিং এর সময়সূচী অনুযায়ী WBJEE এর কাউন্সেলিং এর সময়সীমা ছিল ১০ই জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত, এক্ষেত্রে ছাত্রছাত্রীদের হাতে মাত্র ৭ দিন সময় ছিল। কিন্তু এখনো অনেক ছাত্র-ছাত্রী বিভিন্ন সমস্যার কারণে তাদের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি তাই WBJEE কাউন্সেলিং এর সময়সীমা আগামী ২১শে জুলাই, ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে। প্রথম ও দ্বিতীয় রাউন্ডের সিট এল্যাটমেন্ট রেজাল্ট পাবলিশের তারিখও পরিবর্তন করেছে।
অবশ্যই দেখবেন: WBJEE Govt College CSE Cut off 2024: সরকারি কলেজ কম্পিউটার সায়েন্স কত Rank লাগবে?
WBJEE Counselling 2024 Full Schedule (16th July): কাউন্সিলিং নতুন পূর্ণাঙ্গ সময়সূচী
WBJEE পরীক্ষার কাউন্সেলিং এর নতুন সময়সূচী নিচে দেওয়া হয়েছে বিস্তারিত দেখে নিন এর সঙ্গে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোডের লিংকও দেওয়া হয়েছে।

New Schedule of Counselling for 2024: অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন | Download pdf |
পশ্চিমবঙ্গ জয়েন এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট | wbjeeb.nic.in |
Full Process: WBJEE Councelling 2024 (Notification Out) কাউন্সেলিং সমস্ত নিয়ম ও পদ্ধতি! ডাউনলোড করে দেখে নিন
যেহেতু WBJEE বোর্ডের তরফ থেকে কাউন্সিলিংয়ের সময়সূচি বৃদ্ধি করা হয়েছে এবং হাতে এখনো কয়েক দিন সময় রয়েছে তাই তাড়াহুড়ো করো না খুব ধীরেসুস্থে কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। আগামী দিনের সমস্ত হবু ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা ও অভিনন্দন!!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »