WBJEE OMR Response 2024 Out: রাজ্য জয়েন্ট পরীক্ষা ‘ওএমআর’ প্রকাশ! ভুল থাকলে কি করবে? দেখে নাও

WBJEE 2024 OMR Images Published, View responses, Challenge

WBJEE 2024 OMR Images Published, View responses, Challenge responses: পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা গত ২৮ শে এপ্রিল রবিবার হয়ে গিয়েছিল শিক্ষার্থী থেকে পরীক্ষার্থীরা অধীর আগ্রহে বসেছিলেন কবে তাদের জমা দেওয়া উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিট দেখতে পাবেন। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বোর্ড (WBJEEB) 22 মে 2024 তারিখে WBJEE 2024 পরীক্ষার OMR শীট প্রকাশ করেছে। প্রার্থীরা এখন তাদের ওয়েবসাইট wbjeeb.nic.in মাধ্যমে তাদের OMR শীট দেখতে এবং ডাউনলোড করতে পারবেন।

   

WBJEE 2024 OMR প্রকাশ! OMR শীট দেখার পদ্ধতি

All OMR images and machine read responses for the candidates, who appeared in WBJEE-2024 are uploaded in the portal. Candidates can log-in and view their OMRs and responses as are captured by machines.
বিষয়তথ্য
প্রকাশের তারিখ22 মে 2024
ওয়েবসাইটwbjeeb.nic.in
চ্যালেঞ্জের শেষ তারিখ24 মে 2024, রাত 11:59 টা
চ্যালেঞ্জ ফি500 টাকা (Non-Refundable)
  1. WBJEEB-এর ওয়েবসাইট wbjeeb.nic.in -এ যান।
  2. “OMR, রেকর্ডেড রেসপন্স – WBJEE 2024-এর জন্য দেখুন এবং চ্যালেঞ্জ করুন” লিঙ্কে ক্লিক করুন।
  3. আপনার আবেদন নম্বর, পাসওয়ার্ড এবং সুরক্ষা পিন প্রদান লগইন করুন।
  4. আপনার WBJEE OMR এবং রেসপন্স শীট প্রদর্শিত হবে।
  5. প্রয়োজনে, OMR শীট ডাউনলোড করুন।

দেখে নাও: UPSC CDS উচ্চমাধ্যমিক সাইন্স থাকলে ভারতীয় নেভি ও এয়ারফোর্স অফিসার!

যদি কোনো প্রার্থী প্রদর্শিত OMR উত্তরপত্র সম্পর্কে কোন অভিযোগ থাকলে, তাকে অবশ্যই তা WBJEEB-কে জানাতে হবে [email protected]এ ইমেল করে উপরের তারিখ এবং সময়ের মধ্যে।

ভুল থাকলে কি করবেন?

আপনার OMR শীটে যদি কোনও ভুল থাকে বলে মনে হয়, তাহলে আপনি 24 মে 2024 তারিখ, রাত 11:59 টা পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারবেন। চ্যালেঞ্জের জন্য আপনাকে 500 টাকা (অ-প্রতিফলনযোগ্য) ফি প্রদান করতে হবে। লগইন করে অনলাইনে সেই টাকা জমা করতে হবে।

চ্যালেঞ্জ করার পদ্ধতি:

  1. OMR শীটে আপনার ভুল প্রশ্নের নম্বর চিহ্নিত করুন।
  2. প্রশ্ন বা উত্তর চ্যালেঞ্জ এর জন্য 500 টাকা অনলাইনে প্রদান করুন
  3. প্রয়োজনীয় নথি আপলোড করুন এবং আপনার চ্যালেঞ্জ জমা দিন।

দেখে নিন: WBJEE 2024 Question Paper (PDF) Answer: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের প্রশ্ন? ডাউনলোড

OMR রেসপন্স এবং উত্তরপত্র চ্যালেঞ্জ সংক্রান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (WBJEEB) অফিশিয়াল নোটিফিকেশন দেখে নিন: View Notice PDF

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram