পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে প্রত্যেক বছরই ছাত্রছাত্রীরা রাজ্য ইঞ্জিনিয়ারিং ফার্মেসি আর্কিটেকচার কলেজ গুলিতে ভর্তি হয়ে থাকে। ২০২৪ সালে পরীক্ষার মাধ্যমে কাউন্সিলিং ১০ই জুলাই থেকে শুরু হয়ে যায়, এবং যার প্রথম রাউন্ড সিট অ্যালটমেন্ট বের হয়েছে গতকাল ২৩ শে জুলাই।
যেসব ছাত্রছাত্রীরা কাউন্সিলিং এ অংশগ্রহণ করেছিল তারা তাদের ড্যাশবোর্ড থেকে সিট এলাটমেন্ট চেক করে নিতে পারবে এবং তারা কোন কলেজ পেয়েছে এবং সেখানে পরবর্তীকালে কি ভর্তি প্রক্রিয়া রয়েছে সমস্ত কিছু জানতে পেরে যাবে।
WBJEE Round-1 Seat Allotment Result: কিভাবে সিট এলার্টমেন্ট চেক করবে
প্রথমে WBJEE অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, নিচের দিকে নোটিশ সেকশনের নিচেই “View Round 1 Seat Allotment Result for WBJEE Counselling 2024” ট্যাবে লিংক পেয়ে যাবে।
লিঙ্কে ক্লিক করে Type of Registration JEE(Main)/WBJEE, Roll Number, Password ফিল করে সাবমিট করলেই তোমার সামনে সিট চলে আসবে কোন কলেজে পেয়েছ।
সিট এলোটমেন্ট প্রকাশের তারিখ | 23.07.2024 |
সিট একসেপ্ট ভর্তি এবং কলেজের রিপোর্ট শেষ তারিখ | 29.07.2024 |
Yes/No Upgradation Process: আপগ্রেডেশন প্রক্রিয়া
ছাত্র বা ছাত্রী হিসেবে যদি তুমি তোমার পছন্দের কলেজ পেয়ে যাও এবং আর নতুন করে অন্য কলেজ বা ওপরের দিকের কলেজ চাইছো না, তাহলে তুমি No Upgradation করবে। আর যদি তুমি তোমার পছন্দের কলেজ পেয়ে না থাকো, তোমার মনে হয় তুমি আরো ভালো কলেজ পেতে পারো, তাহলে বর্তমান কলেজের পাশাপাশি তুমি YES আপগ্রেডেশন করতে পারবে
এর জন্য প্রথমে বর্তমান কলেজের সিটটা লক করে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করতে হবে এবং পরবর্তী ইয়েস আপগ্রেডেশন ফর্ম ফিলাপ করে সই করে আপলোড করতে হবে। আর যদি না করতে চাও, তাহলে NO Upgradation ফর্ম ফিলাপ করে জমা করতে হবে।
WBJEE Round 1 Seat Allotment Result 2024 | Direct Link |
অফিসিয়াল ওয়েবসাইট | wbjeeb.nic.in/wbjee |
দেখে নাও: WBJEE Counselling New Dates: রাজ্য জয়েন্ট কাউন্সেলিং সময়সূচী বদল! বোর্ডের নতুন Schedule
সেকেন্ড রাউন্ড এলাটমেন্ট ও কিছু গুরুত্বপূর্ণ তারিখ
তোমাদের দ্বিতীয় রাউন্ডের অ্যালার্টমেন্ট বের হবে ৩১ শে জুলাই, প্রথম রাউন্ডের কাজ সম্পন্ন হলে দ্বিতীয় রাউন্ডের সিট দেওয়া হবে। যেসব ছাত্র-ছাত্রীরা প্রথম রাউন্ডে কোন সিট পাচ্ছে না তারা দ্বিতীয় রাউন্ডে খালি সিটগুলোতে পাওয়ার একটা সুযোগ থাকে, তবে যারা প্রথম রাউন্ডে কোনো না কোনো সিট পাচ্ছো তাদের সিট একসেপ্ট করতেই হবে, তবেই তোমরা আপডেট করে ভালো কলেজ পেতে পারবে।
অবশ্যই দেখবে: WB B.F.Sc Admission: মৎস্য বিজ্ঞান নিয়ে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু!
তোমাদের যদি কোন রকম সমস্যা থাকে বা জানতে বুঝতে অসুবিধা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদের সহজ ভাবে গাইড করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারের জন্য অগ্রিম শুভকামনা রইল।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »