রাজ্যের পড়ুয়াদের জন্য রয়েছে দারুণ সুযোগ! মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগমের উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্য কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণের শেষে সার্টিফিকেট ও দেওয়া হবে ছাত্রছাত্রীদের। কোন ছাত্র-ছাত্রীরা সরকারের এই প্রশিক্ষণ নিতে পারবে এবং এই প্রশিক্ষণ নেওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের কি কি যোগ্যতার প্রয়োজন? এছাড়াও কতদিন ধরে চলবে প্রশিক্ষণ? সমস্ত জানতে অবশ্যই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
WBMDFC Various Computer Trainings: সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ
রাজ্য সরকারের তত্ত্বাবধানে এবং পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগমের উদ্যোগে রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। কম্পিউটার ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ নিতে হলে ছাত্র-ছাত্রীদের যোগ্যতার পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। ছাত্র-ছাত্রীদের এই প্রশিক্ষণ কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী এলাকায় করানো হবে।
কোন কোন ছাত্র-ছাত্রীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে
রাজ্যের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের (বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সী ও শিখ) বিভিন্ন উন্নত বিষয়ে চাকরি-ভিত্তিক পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য সরকারের এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে হলে ছাত্র-ছাত্রীদের নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজন রয়েছে।
- শুধুমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য এই সুবিধা দেওয়া হবে।
- পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ছাত্র-ছাত্রীদের কম্পিউটার ভিত্তিক একাধিক প্রশিক্ষণ দেয়া হবে এক্ষেত্রে প্রত্যেকটি প্রশিক্ষণের সুবিধা নেওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট বয়সের প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের বয়স ০১.০৮.২০২৪ তারিখ অনুযায়ী গণনা করা হবে।
অবশ্যই পড়ুন: Yogyashree Prakalpa: জেনারেল থেকে OBC সবাই পাবে যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
কম্পিউটার ভিত্তিক কোর্সসমূহ
এবার দেখে নেওয়া যাক রাজ্য সরকার তরফ থেকে রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের কোন কোন কোর্স করানো হবে।
সাইবার নিরাপত্তায় স্নাতকোত্তর সার্টিফিকেট
কোর্সের সময়কাল: কোর্সের মোট সময় কাল হল ৬ মাস। সপ্তাহে ৫ দিন ক্লাস হবে প্রতিদিন 5 ঘন্টা।
যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই Science, Engineering, BCA, MCA কোর্সে স্নাতক পাস করতে হবে, কম্পিউটার অপারেটিং সিস্টেমের উপর পর্যাপ্ত জ্ঞানের সহিত।
বয়স: আবেদনকারীর বয়স ২১ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে।
Certified Ethical হ্যাকার কোর্স
কোর্সের সময়কাল: কোর্সের মোট সময় কাল হল মাত্র ৩ মাস। সপ্তাহে ২ দিন ক্লাস হবে প্রতিদিন ২ ঘন্টা করে।যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অবশ্যই আবেদনকারীর Linux এর জ্ঞান থাকতে হবে।
বয়স: আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।
Diploma in Hardware Technology
কোর্সের সময়কাল: কোর্সের মোট সময় কাল হল ৬ মাস। সপ্তাহে ৫ দিন ক্লাস হবে প্রতিদিন ৩ ঘন্টা করে।যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
বয়স: আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।
মিস করবেন না: RBI90 Quiz Contest: রিজার্ভ ব্যাংকের কুইজ প্রতিযোগিতা! দশ লাখ টাকা পুরস্কার জেতার সুযোগ
গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক
অফিসিয়াল ওয়েবসাইট | www.wbmdfc.org |
অনলাইনে আবেদনের সরাসরি পোর্টাল | https://training.wbmdfc.org/minor_apps/ |
আবেদনের শেষ তারিখ | ২১/০৯/২০২৪ |
হেল্পলাইন নাম্বার | 1800-120-2130 |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »