WBPSC Clerkship Exam: কবে হবে ক্লার্কশিপ ও মিসলেনিয়াস পরীক্ষা? তারিখ জানালো পাবলিক সার্ভিস কমিশন।

WBPSC clerkship exam date 2024

WBPSC Clerkship Exam Date 2024: নববর্ষের শুরুতেই রাজ্য জুড়ে চাকরিপ্রার্থীদের জন্য আরো একটি খুশির খবর। আর বিলম্ব নয়, পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লার্ক ও মিসলেনিয়াস পরীক্ষার সম্ভাব্য তারিখ জানানো হলো। ২০২৪ সালেই পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লার্ক ও অন্যান্য কিছু পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল অবশ্য কবে তার পরীক্ষা নেওয়া হবে তার কোন নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

   

আর দীর্ঘদিন কল্পনা জল্পনা শেষে কমিশনের তরফ থেকে পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলো।অবশ্য কমিশন সূত্রে আরো জানানো হয়েছে আসন্ন নির্বাচন চলাকালীন সময় কোনোরকম পরীক্ষার আয়োজন করা সম্ভব নয় সে ক্ষেত্রে প্রার্থীদের কথা মাথায় রেখে মূলত নির্বাচনের পরবর্তী আগামী জুলাইয়ের শেষে বা আগস্ট এর দিকেই পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লার্কশিপ ও মিসলেনিয়াস পরীক্ষা নেওয়া হবে।

কবে হবে ক্লার্কশিপ ও মিসলেনিয়াস পরীক্ষা? (WBPSC Clerkship Exam Date)

মূলত আগামী ২৮ শে জুলাই মিসলেনিয়াস পরীক্ষা নেওয়া হবে কিন্তু ক্লার্কশিপ পরীক্ষা ৭ থেকে ১৯শে আগস্ট এর মধ্যে বিভিন্ন ধাপে নেওয়া হবে। এরকমই পরিকল্পনা রেখেছে পাবলিক সার্ভিস কমিশন। এই প্রসঙ্গে উল্লেখ্য ২০২৩ সালে ক্লার্কশিপ ও মিসলেনিয়াস পরীক্ষার আবেদনের বিজ্ঞপ্তি ডিসেম্বর মাসে প্রকাশিত হয়েছিল। এই দুটি পোস্টেই আবেদনের মাধ্যম ছিল অনলাইন আর ক্লার্কশিপ পদের জন্য মত আবেদনপত্র জমা পড়েছিল ৮ লাখ ৪০ হাজার।

মিস করবেন না! » April Job Vacancy: এপ্রিল মাসে একগুচ্ছ সরকারি চাকরিতে আবেদন চলছে! কোন পদে কিভাবে আবেদন করবেন দেখে নিন।

অবশ্য এর আগে ক্লার্কশিপ পরীক্ষা শেষবারের মতো নেওয়া হয়েছিল ২০১৯ সালে আর বিগত বছরের তুলনায় চলতি বছরে চাকরি প্রার্থীর পরিমাণ অনেকটাই বেড়েছে, বেড়েছে আবেদনপত্র জমার পরিমাণ। আর এই বিপুল পরিমাণে আবেদনপত্র জমা পড়ায় কমিশনের কর্মকর্তারা বেশ কয়েকটি ধাপে কিছুদিন ধরে পরীক্ষা পর্বটি নিতে চাইছেন।

অন্যদিকে নির্বাচন পূর্ববর্তী বাজারে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একাধিক নিয়োগের সিদ্ধান্তে যেমন প্রার্থীরা খুশি, পাশাপাশি তৃণমূল সরকার ক্ষমতায় আসায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষক পদে চাকরিপ্রার্থীরা। সর্বত্রই ভেসে উঠেছে দুর্নীতির আভাস। অবশ্য শিক্ষা ক্ষেত্রেই বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে।

কলকাতা হাইকোর্টে বিচারপতির নির্দেশ

৯ এপ্রিলের বিচার সভায় বিচারপতি রাজশেখর মান্থা স্পষ্ট জানিয়ে দেন, বাম আমলে যে সকল চাকরিপ্রার্থী নিয়োগ পাননি তাদের ৪০০ জনকে আগে চাকরি দিতে হবে। পাশাপাশি ২০২৪ সালে চলতি বছরে এখনো অব্দি সকল মামলাকারীকে আগামী তিন মাসের মধ্যে চাকরির ব্যবস্থা করে দিতে হবে।

পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট » https://wbpsc.gov.in/

অবশ্যই পড়ুন » Food SI Result Date: কবে বেরোবে ফুড সাব ইনস্পেক্টরের ফলাফল? কী জানাল পাবলিক সার্ভিস কমিশন, জেনে নিন বিস্তারিত।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram