পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC) ২০২৫ সালের জন্য একাধিক গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওয়েস্ট বেঙ্গল গভমেন্টের বিভিন্ন সরকারি দফতরে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হবে। এই বিজ্ঞপ্তিগুলি পশ্চিমবঙ্গের চাকরিপ্রত্যাশীদের জন্য বড় সুযোগ। সংক্ষিপ্ত তথ্য খুব সহজে তুলে ধরা হলো –
WB PSC Clerkship, Miscellaneous, Assistant Engineer, IDO Recruitment 2024-25: অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ
PSC-এর ওয়েবসাইটে (https://psc.wb.gov.in) বিস্তারিত শর্ট নোটিফিকেশন প্রকাশ হয়েছে, তার মানে নিয়োগ হবে। তবে পরীক্ষার তারিখ, ফর্ম ফিলাপ বা আবেদনের ইত্যাদি তথ্য বিস্তারিত নোটিশ আসবে। নিচে উল্লেখিত পরীক্ষাগুলির গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে দেওয়া হলো।
১. Clerkship Examination, 2024
এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরে ক্লার্ক পদে নিয়োগ করা হবে।
- পদের নাম: Clerk
- শিক্ষাগত যোগ্যতা: অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে।
- INDICATIVE ADVERTISEMENT NO. 12/2024
- Short Notice Link ↗
দেখে নাও: WBPSC Clerkship Question Paper 2024: ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্নপত্র ২০২৪!
২. Assistant Engineer (Civil) Recruitment Examination, 2024
ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন দফতরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (14/2024) নিয়োগ করা হবে।
- পদের নাম: Assistant Engineer (Civil)
- শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আবশ্যক।
- INDICATIVE ADVERTISEMENT NO. 14/2024
- Short Notice Link ↗
৩. Miscellaneous Services Recruitment Examination, 2024
বিভিন্ন সরকারি পদে নিয়োগের জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- পদের নাম: Miscellaneous Services
- শিক্ষাগত যোগ্যতা: যে কোন শাখায় গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
- INDICATIVE ADVERTISEMENT NO. 13/2024
- Short Notice Link ↗
দেখে নাও: WBPSC Miscellaneous Question Paper 2024 (PDF): মিসলেনিয়াস পরীক্ষার প্রশ্নপত্র 15.09.24!
৪. Industrial Development Officer (IDO)
মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজেস দফতরে IDO পদে নিয়োগ।
- পদের নাম: Industrial Development Officer (IDO)
- শিক্ষাগত যোগ্যতা: কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং বাংলা লিখতে পড়তে জানতে হবে।
- INDICATIVE ADVERTISEMENT NO. – 15/2024
- Short Notice Link ↗
প্রতিটি পদের জন্য বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম এবং পরীক্ষার সিলেবাস সংক্রান্ত তথ্য PSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
▶ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট লিঙ্ক: https://psc.wb.gov.in
যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। প্রতিটি পদে আবেদনের আগে গুরুত্বপূর্ণ আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। আবেদন এবং পরীক্ষার পরবর্তী আপডেটের জন্য PSC-এর ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »