WBPSC Clerkship Question Paper 2024: ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্নপত্র ২০২৪! PDF Download

WBPSC Clerkship Question Paper 2024 All Shift PDF

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) ক্লার্কশিপ পরীক্ষা ২০২৪ ১৬ নভেম্বর এবং ১৭ নভেম্বরঅনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিভিন্ন উৎসাহ উদ্দীপনা থাকলেও, WBPSC-এর নিয়ম অনুযায়ী, প্রশ্নপত্র পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বাড়ি নিয়ে যেতে পারবেন না পরবর্তীকালে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে

WBPSC Clerkship Question Paper 2024: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্নপত্র ২০২৪

WBPSC ক্লার্কশিপ পরীক্ষা ২০২৪ মোট ৪টি শিফটে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপ বা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মেন পরীক্ষা এবং পরে ইন্টারভিউ রাউন্ডের জন্য ডাক পাবেন। প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র স্মৃতি থেকে সংগ্রহ করা কিছু প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে।

পরীক্ষার নামক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষা ২০২৪
পরীক্ষা পরিচালনা বোর্ডপশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)
পরীক্ষার তারিখ১৬ ও ১৭ নভেম্বর ২০২৪
অফিশিয়াল ওয়েবসাইটpsc.wb.gov.in

ডাউনলোড করুন: WBPSC Miscellaneous Question Paper 2024 (PDF): মিসলেনিয়াস পরীক্ষার প্রশ্নপত্র

Clerkship Today Question Paper PDF Download: প্রশ্নপত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ

WBPSC-এর নির্দেশিকা অনুযায়ী, মূল প্রশ্নপত্র পরীক্ষার পর কেন্দ্রেই জমা করতে হবে। এই প্রশ্নগুলি পরবর্তী প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক হবে।

WBPSC Clerkship Part 1 Exam Pattern
SubjectsNo. of QuestionsMarksDuration
English Language30301 hour and 30 minutes (90 minutes)
Arithmetics3030
General Studies4040
Total100100

** চলতি বছরে অর্থাৎ ২০২৪ এর পিএসসি ক্লার্কশিপের প্রশ্নপত্র All Shift আপডেট করা হলো

WBPSC Clerkship Question Paper 2024 All Shift PDF Download

CLERKSHIP EXAMTNATION (PART-I), 2023-24Question Paper
Session – I (Shift-1)Download PDF
Session – II (Shift-2)Download PDF
Session – III (Shift-3)Download PDF
Session – IV (Shift-4)Download PDF

দেখে নিন: Railway NTPC Previous Year Question in Bengali: রেলওয়ে এনটিপিসি পরীক্ষা প্রশ্নপত্র বাংলাতে!

WBPSC ক্লার্কশিপ পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রিলিমিনারি পরীক্ষার পরে মেন পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে সঠিক প্রস্তুতি অপরিহার্য। সঠিক গাইডলাইন এবং প্র্যাকটিস সেটের সাহায্যে আপনি পরীক্ষায় সাফল্য লাভ করতে পারেন। আগামী পরীক্ষার্থীদের জন্য রইল শুভকামনা।

Join Group

Telegram