WBPSC Exam Calender 2024: পরীক্ষা সূচি প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন! WBCS, Clerkship সবকিছু দেখে নিন

WBPSC Exam Calender 2024 Schedule of Forthcoming Exams

WBPSC Exam Calender 2024 Schedule of Upcoming Exams: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, WBPSC-নিয়োগ প্রক্রিয়ার ইতিহাসে প্রথমবারের জন্য এত বিস্তারিত Exam Calender প্রকাশিত হলো! পশ্চিমবঙ্গসার্ভিস কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারি দপ্তরে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে অফিসার থেকে স্টাফ নিয়োগ হয়। কিন্তু, দীর্ঘ দিনের অভিযোগ WBPSC পরীক্ষা নিতে অনেক দেরি করে এবং ঠিকঠাক সময়ে পরীক্ষা হয়ে ওঠে না।

   

WBPSC Anti-corruption Student Unity“- সেটা সম্ভব করে দেখালো চাকরি প্রার্থীদের একটি অরাজনৈতিক সংগঠন। পাবলিক সার্ভিস কমিশনে বারবার অভিযান করে অবশেষে কমিশনকে এর ওপর চাপ সৃষ্টি করে এই বিস্তারিত পরীক্ষা সূচি প্রকাশ করা হয়েছে।

WBPSC Exam Calender 2024 PDF: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার সমস্ত তারিখ

২০২৪ সালের বাকি মোট ২৯ টি পরীক্ষার বিস্তারিত বিবরণ, নিয়োগের পদ, পরীক্ষার তারিখ এবং সংক্ষিপ্ত তথ্য সহ বিস্তারিত পরীক্ষাসূচি পাবলিশ হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে।

আমরা কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ এখানে বলে দেব, সম্পূর্ণ ক্যালেন্ডারের লিঙ্ক আপনাদের সুবিধার জন্য দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে দেখে নেবেন। WBCS, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এর মত সমস্ত পরীক্ষাগুলির মিন্স এবং প্রিলিম্সের বিস্তারিত ডেট বলা রয়েছে।

WBPSC Schedule of Forthcoming Exams 2024

পরীক্ষার নাম পরীক্ষার তারিখ
Assistant Engineer (Electrical) in West Bengal Engineering Service30th June, 2024
Assistant Translator (Bengali/Nepali/Santhali) in Law Department, Govt. of W.B28th July, 2024
Miscellaneous Services Recruitment (Preliminary) Examination, 202315th September, 2024
Clerkship (Part-I) Examination, 2023 [Advt. No. 13/2023]16th & 17th November, 2024
W.B.C.S.(Exe.) etc. (Preliminary) Examination, 202415th December, 2024
WBPSC Official Schedule
(কমিশন কর্তৃক প্রকাশিত অফিসিয়াল ক্যালেন্ডার)
Download PDF

আরো দেখবে: WB Gram Panchayat Syllabus PDF (Secretary, Sahayak): পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস, ডাউনলোড!

প্রতিটি পরীক্ষার ফর্ম বেরোবে আবেদন চলবে কিংবা এডমিট থেকে পরীক্ষার দিনের যাবতীয় খুঁটিনাটি সমস্ত কিছু আপডেট https://psc.wb.gov.in/ অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। সবার আগে আমরা পৌঁছে দেবো তোমাদের মধ্যে। যুক্ত থাকো আমাদের সঙ্গে পরবর্তী সকল প্রকার লেটেস্ট খবর সঙ্গে ক্যারিয়ার আপডেট পাওয়ার জন্য।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram