WBPSC Exam Calender 2025: কোন মাসে সরকারি চাকরির কোন পরীক্ষা? ফর্ম ফিলাপ, আবেদন সবকিছু দেখে নিন

WBPSC Exam Calender 2025

সকল চাকরিপ্রার্থীদের জন্য আবারো একটি দুর্দান্ত সুখবর। সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে বার্ষিক পরীক্ষার ক্যালেন্ডার ২০২৫ প্রকাশিত হয়েছে। বিশেষভাবে বলা প্রয়োজন ২০২৬ এ বিধানসভা ভোটের কারণেই হয়তো সমস্ত সরকারি দপ্তরেই কর্মী থেকে অফিসার সব কিছুই নিয়োগ হবে।

কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজিস্ট্রেশন ফরম ফিলাপের তারিখ, ও পরীক্ষার সম্ভাব্য তারিখ তুলে ধরা হলো। সবশেষে অফিশিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ পেয়ে যাবে ছাত্রছাত্রীরা সেখান থেকেও দেখে নিতে পারে।

WBPSC Exam Calender 2025: পাবলিক সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ পরীক্ষা ২০২৫

১. ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা (West Bengal Judicial Service Exam)

এই পরীক্ষা পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিসে সিভিল জজ (Civil Judge) পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়।

Preliminary রেজিস্ট্রেশনের তারিখসম্ভাব্য পরীক্ষার তারিখ
১৭ ই মার্চ থেকে ২২ শে মার্চ ২০২৫৪ ই মে ২০২৫
ফাইনাল পরীক্ষার তারিখ (Mains)২৩ শে জুন থেকে ৩ রা জুলাই ২০২৫

২. ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষা (West Bengal Engineering Service Exam)

এই পরীক্ষা পশ্চিমবঙ্গ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ হয়। তবে এই বছরের ভেকেন্সি শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য রয়েছে।

Assistant Engineer (Civil) Recruitment Examination, 2024

Advertisement No.: 14/2024 | Date: 18.10.2025

Preliminary রেজিস্ট্রেশনের তারিখসম্ভাব্য পরীক্ষার তারিখ
10.07.2025 থেকে 25.07.202518.10.2025

৩. WBCS প্রিলিমিনারি এক্সামিনেশন (West Bengal Civil Service Preliminary Exam)

এই পরীক্ষা পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (WBCS) ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়।

রেজিস্ট্রেশনের তারিখপরীক্ষার তারিখ
৪ ই এপ্রিল থেকে ২৫ এপ্রিল ২০২৫২৭ সেপ্টেম্বর ২০২৫

৪. ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফর ফরেন্সিক সাইন্স (Laboratory Assistant for Forensic Science)

এই পরীক্ষা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে ফরেনসিক বিভাগে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়।

পরীক্ষার নামসম্ভাব্য পরীক্ষার তারিখ
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফর ফরেন্সিক সাইন্স৫ ই মে ২০২৫

৫. ওয়েস্ট বেঙ্গল অডিট হ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট ২০২৫ (West Bengal Audit and Accounts Service Recruitment 2025)

এই পরীক্ষা পশ্চিমবঙ্গের অডিট ও অ্যাকাউন্ট বিভাগে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়।

পরীক্ষার নামসম্ভাব্য পরীক্ষার তারিখ
ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট ২০২৫২৯ শে জুন ২০২৫

৬. WBPSC রিক্রুটমেন্ট টেস্ট (WBPSC Recruitment Test)

এই পরীক্ষা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন সরকারি পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়।

পরীক্ষার নামসম্ভাব্য পরীক্ষার তারিখ
WBPSC রিক্রুটমেন্ট টেস্ট৩ রা, ১০ ই, ২৩ শে আগস্ট ২০২৫

৭. অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট এডুকেশন (Assistant Master in West Bengal Subordinate Education)

এই পরীক্ষা পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়।

পরীক্ষার নামসম্ভাব্য পরীক্ষার তারিখ
অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট এডুকেশন২০ ই সেপ্টেম্বর ২০২৫

৮. WBPSC ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার (WBPSC Food Processing Development Officer)

এই পরীক্ষা খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগে ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়।

পরীক্ষার নামসম্ভাব্য পরীক্ষার তারিখ
WBPSC ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার২ রা নভেম্বর ২০২৫

৯. WBPSC নন টেকনিক্যাল অফিসার ২০২৫ (WBPSC Non-Technical Officer 2025)

এই পরীক্ষা বিভিন্ন নন-টেকনিক্যাল বিভাগে অফিসার পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়।

পরীক্ষার নামসম্ভাব্য পরীক্ষার তারিখ
WBPSC নন টেকনিক্যাল অফিসার ২০২৫৯ ই নভেম্বর ২০২৫

১০. WBPSC মিসলেনিয়াস এক্সামিনেশন ২০২৫ (WBPSC Miscellaneous Examination 2025)

এই পরীক্ষা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন বিভাগে মিসলেনিয়াস ক্যাডারে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়।

পরীক্ষার নামসম্ভাব্য পরীক্ষার তারিখ
WBPSC মিসলেনিয়াস এক্সামিনেশন ২০২৫২৩ শে নভেম্বর ২০২৫

১১. WBPSC লাইভ স্টক ডেভেলপমেন্ট অফিসার (WBPSC Livestock Development Officer)

এই পরীক্ষা পশুপালন বিভাগে ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়।

পরীক্ষার নামসম্ভাব্য পরীক্ষার তারিখ
WBPSC লাইভ স্টক ডেভেলপমেন্ট অফিসার১৪ ই ডিসেম্বর ২০২৫

১২. WBPSC ক্লার্কশিপ এক্সামিনেশন ২০২৫ (WBPSC Clerkship Examination 2025)

এই পরীক্ষা বিভিন্ন সরকারি দপ্তরে ক্লার্ক পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়।

পরীক্ষার নামসম্ভাব্য পরীক্ষার তারিখ
WBPSC ক্লার্কশিপ এক্সামিনেশন ২০২৫২৮ শে ডিসেম্বর ২০২৫

উপরের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলি ছাড়াও, একাধিক কমবেশি পদে সব দপ্তরেই রিক্রুটমেন্ট হবে বলে জানিয়েছে WBPSC পাবলিক সার্ভিস কমিশন। আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটির পিডিএফ হিসেবে দেওয়া থাকল আপনারা অবশ্যই ডাউনলোড করে সংগ্রহ করে নিন। [↓ Download Notice PDF]\

Join Group

Telegram