WBPSC Food SI Exam Date 2024: ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষা হবে এই তারিখে, দিন জানালো কমিশন! দেখে নাও

WBPSC Food SI Exam Date 2024 Latest Notification

WBPSC Food SI Exam Date 2024: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) কর্তৃক রাজ্যে মোট ৪৮০টি শূন্যপদে ফুড সাব-ইন্সপেক্টার (FSI) নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আবেদনকারীদের মধ্যে ১৩ লক্ষেরও বেশি চাকরিপ্রার্থী রয়েছেন।

   

পশ্চিমবঙ্গ Food SI পরীক্ষা লেটেস্ট আপডেট (Exam Date)

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থেকে দীর্ঘ ৩ মাস অতিক্রান্ত হয়েছে। এই সময়ে পরীক্ষার তারিখ নিয়ে শেষমেশ আপডেট দিল কমিশন, কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে জানানো হয়েছে মার্চ মাসের ১৬ এবং ১৭ তারিখের সম্ভাব্য ফুড এস আই এর পরীক্ষাটি নেওয়া হতে পারে।

পরীক্ষার তারিখ নির্দিষ্ট হলে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত নোটিফিকেশন পেয়ে যাবেন চাকরিপ্রার্থীরা। মার্চ মাসের প্রথম সপ্তাহ নাগাদ কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।

অবশ্যই দেখুন » WB Food SI Admit Card 2023: ফুড এসআই পরীক্ষার অ‍্যাডমিট কার্ড কবে পাবেন? জেনে নিন

পরীক্ষার নাম্বার বন্টন ও প্যাটার্ন (Exam Pattern)

ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগের লিখিত পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। পরীক্ষার সময়সীমা হবে ২ ঘণ্টা। পরীক্ষায় ৪টি বিষয় থাকবে:

  • বাংলা ভাষা ও সাহিত্য (১৫টি প্রশ্ন): ১৫ নম্বর
  • ইংরেজি ভাষা ও সাহিত্য (১৫টি প্রশ্ন): ১৫ নম্বর
  • সাধারণ বিজ্ঞান (২৫টি প্রশ্ন): ২৫ নম্বর
  • সাধারণ গণিত (২৫টি প্রশ্ন): ২৫ নম্বর

Syllabus: পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস

বাংলা ভাষাবাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের বিভিন্ন ধারার রচনা, বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী।
ইংরেজি ভাষাইংরেজি গ্রামার, ইংরেজি সাহিত্যের বিভিন্ন ধারার রচনা, ইংরেজি সাহিত্যের বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী।
সাধারণ বিজ্ঞানপদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, ভূগোল, ইতিহাস, ভূতত্ত্ব, পরিবেশ বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, খাদ্য বিজ্ঞান, কৃষি অর্থনীতি, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি।
সাধারণ গণিতবীজগণিত, পরিসংখ্যান, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, আনুষঙ্গিক ধারণা ইত্যাদি।

পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট: https://wbpsc.gov.in/

মিস করবেন না: ছাত্রজীবনের সফল হওয়ার পাঁচটি টিপস! স্কলারশিপ, টাকা থেকে চাকরি, সব পাবে! (Successful Students Life Tips)

ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি প্রয়োজন। নিয়মিত পড়াশোনা, মডেল টেস্ট দেওয়া এবং সময়ের সঠিক ব্যবহার করা জরুরি। প্রয়োজনে একজন অভিজ্ঞ শিক্ষকের সাহায্য নিন। EduTips এর পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করছি!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram