WBPSC এর পুরো নাম হল – West Bengal Public Service Commission। এই সরকারি সংস্থাটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন সরকারি পদে যোগ্য প্রার্থীদের পরীক্ষা মাধ্যমে নিয়োগ করে থাকে।
আজকের এই প্রতিবেদনে WBPSC – এই অন্তর্গত কি কি চাকরি পরীক্ষা রয়েছে এবং সেগুলির যোগ্যতাই বা কি রয়েছে ইত্যাদি সমস্ত তথ্য বিস্তারিত ভাবে জানাতে চলেছি। তাই কোন তথ্য Miss করতে না চাইলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই পড়বে।
WBPSC All Govt Exam: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে সরকারি চাকরি পরীক্ষা
WBCS Examination (পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস)
WBCS – এর পুরো কথা হল – West Bengal Civil Services। এই পরীক্ষাটি 03 – টি ধাপে হয়ে থাকে, যথা – Preliminary, Mains এবং Interview। এই পরীক্ষার মাধ্যমে Group A (Executive), Group B, Group C, Group D Service – এ যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়।
বিস্তারিত দেখুন: WBCS Exam: কিভাবে WBCS হবে? সিভিল সার্ভিস পরীক্ষা, যোগ্যতা খুঁটিনাটি তথ্য
WBES Examination (পশ্চিমবঙ্গ ইঞ্জিনিয়ারিং সার্ভিস)
পশ্চিমবঙ্গ ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ হয়ে থাকে।
West Bengal Judicial Services Examination (জুডিশিয়াল সার্ভিস)
এই পরীক্ষাটিকে অত্যন্ত সম্মানজনক একটি পরীক্ষা হিসেবে ধরা হয়ে থাকে, কারণ এই পরীক্ষাটির মাধ্যমে পশ্চিমবঙ্গে Civil Judges নিয়োগ করা হয়ে থাকে। এই পরীক্ষাটিও 03 -টি ধাপে হয়ে থাকে, যথা – Preliminary, Mains এবং Interview। এ সমস্ত প্রার্থীরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাদের পরবর্তীতে Civil Judges – হিসাবে নিয়োগ করা হয়।
West Bengal Audit and Accounts Services Examination (অডিট একাউন্ট সার্ভিস)
এই পরীক্ষাটির মাধ্যমে চাকরিপ্রার্থীদের রাজ্য সরকারের Audit and Accounts Departments – এর বিভিন্ন পদে নিয়োগ করা হয়। Preliminary, Mains এবং Interview – এই 03 টি ধাপে পরীক্ষাটি হয়ে থাকে।
West Bengal Forest Service & Subordinate Forest Service Examination (ফরেস্ট সার্ভিস)
এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গে Forest Service অফিসার নিয়োগ করা হয়ে থাকে। অন্যান্য পরীক্ষাগুলির মতোই এটিও Preliminary, Mains এবং Interview – এই 03 – টি ধাপে হয়ে থাকে।
WBPSC Food SI Examination (ফুড সাব-ইন্সপেক্টর)
West Bengal Public Service Commission এই পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের পশ্চিমবঙ্গ সরকারের Food and Supplies Department – এ Sub – Inspector পদে নিয়োগ করে থাকে।
আরো দেখুন: পুলিশের SI (Sub Inspector) কিভাবে হওয়া যায়? শিক্ষা ও শারীরিক যোগ্যতা, সমস্ত বিষয়
West Bengal Clerkship Examination (ক্লার্কশিপ)
এই পরীক্ষার মাধ্যমে WBPSC পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন Department – এ ক্লার্ক পদে প্রার্থীদের নিয়োগ করে থাকে।
WBPSC Industrial Development Officer (IDO) Examination (ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার)
এই পরীক্ষাটি মূলত 02 -টি ধাপে হয়ে থাকে, যথা – Written Exam এবং Interview। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের Industrial Development Officer হিসাবে নিয়োগ করা হয়।
Miscellaneous Services Recruitment Examination (মিসলেনিয়াস সার্ভিস)
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে প্রার্থীদের নিয়োগ করার জন্য WBPSC এই পরীক্ষাটি নিয়ে থাকে। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের কাছে এই পরীক্ষাটির একটি ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
পরবর্তী দেখুন: WBPSC Exam Calender 2025: কোন মাসে সরকারি চাকরির কোন পরীক্ষা? ফর্ম ফিলাপ, আবেদন দেখে নিন
তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই বুঝে গেছো WBPSC -এর অন্তর্গত বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা চাকরির পরীক্ষা রয়েছে, তাই স্বাভাবিকভাবেই প্রত্যেকটিরই যোগ্যতা ও সিলেবাস আলাদা আলাদা রয়েছে। তোমরা তোমাদের সংশ্লিষ্ট পরীক্ষার জন্য নির্দিষ্ট সিলেবাস ও যোগ্যতা গুলি দেখে নিতে পারো।
আশা করছি আজকের প্রতিবেদনটি কিছুটা হলেও তোমাদের উপকারে আসবে। প্রতিনিয়ত এমনই তথ্যমূলক বিভিন্ন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি তোমরা নিয়মিত ভিজিট করতে পারো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »