WEBSCTE Vocational New Subject: নতুন শিক্ষাবর্ষ থেকে বৃত্তিমূলক বিষয়ে আরোও ৩টি বিষয় সংযোজন! কারিগরি ভবনের নতুন সিদ্ধান্ত।

WEBSCTE Vocational Addition of 3 more New Subjects

WEBSCTE Vocational Addition of 3 more New Subjects: ফের উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম নিয়ে নয়া পরিবর্তন। বর্তমানে ১৩ টি নয় , বৃত্তিমূলক বিষয় (Vocational Subject) ক্ষেত্রে আরো তিনটি বিষয় সংযোজন করে চলতি শিক্ষাবর্ষ থেকে ১৬টি বিষয়ের উপরে বৃত্তিমূলক শিক্ষার প্রদান করা হবে। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫ – ২৬ শিক্ষাবর্ষে আরও সাতটি নয়া বৃত্তিমূলক বিষয়ের সংযোজন করানো হবে।

   

বৃত্তিমূলক বিষয়ের নয়া পাঠ্যক্রম

উল্লেখ্য চলতি বছরের উচ্চ মাধ্যমিকের মোট সমস্ত বিষয়গুলির পাঠক্রমে পরিবর্তন করা হয়েছে ,সংযোজন করা হয়েছে কিছু নতুন পাঠ। পাশাপাশি পরিবর্তন করা হয়েছে বৃত্তিমূলক ও কারিগরি বিদ্যার বিষয়গুলোর পাঠ্যক্রম। ইতিমধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি সহ চারটি বিষয় সংযুক্ত করা হয়েছে কম্পিউটার বিষয়ে ক্ষেত্রে , তবে সংসদের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আরো তিনটি বিষয়ে বাড়িয়ে ১৬ টি বৃত্তিমূলক বিষয়ের উপরে পাঠ্য দান করা হবে। এই নয়া তিনটি বিষয় মধ্যে থাকছে ফুড প্রসেসিং, ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিস এন্ড ইন্সুরেন্স এবং টেলিকম সার্ভিস।

মিস করবেন না » WB Govt Training for NEET/WBJEE: ৩৬০০ টাকার স্কলারশিপ সঙ্গে বিনামূল্যে প্রস্তুতি! রাজ্য সরকারের নতুন প্রকল্পে করুন আবেদন

শিক্ষা সচিবের বক্তব্য

পাঠ্যক্রম সংযোজনের বিষয় শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেন, ছাত্র-ছাত্রীদের চিরাচরিত পাঠ্যক্রমের থেকে বাইরে প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির জন্য সংসদের এই পরিকল্পনা। যেহেতু উচ্চ মাধ্যমিকের পরবর্তী কর্মজীবনে বা উচ্চ শিক্ষায় ছাত্র-ছাত্রীদের কোনরকম সমস্যার সম্মুখীন না হতে হয় তাই জন্যই চলতি বছরে সংসদের তরফ থেকে তিনটি নয়া বিষয় বৃত্তিমূলক শিক্ষার যুক্ত করা হয়েছে ‌ ।

বর্তমানে উচ্চ মাধ্যমিকে সবমিলিয়ে মোট ৬২টি বিষয় পড়ানো হচ্ছে, এরমধ্যে ১৩ টি আছে বৃত্তিমূলক বিষয়, হবে বর্তমানে সংখ্যাটি বাড়িয়ে মোট ১৬ কে বৃত্তিমূলক বিষয় করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে আরো সাতটি নয়া বৃত্তিমূলক বিষয়ের সংযোজন করানো হবে উচ্চমাধ্যমিক পাঠ্যক্রমে।

বৃত্তিমূলক বিষয়ের নাম পরিবর্তন

অবশ্যই শিক্ষা পর্ষদের তরফ থেকে বিভিন্ন উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে চিঠি পাঠিয়ে ইতিমধ্যে শিক্ষকদের অবগত করা হয়েছে যে কয়েকটি বিষয়ের সম্প্রতি নাম বদল করা হয়েছে। যেমন বর্তমানে এগ্রোনোমি বিষয়টি নাম পরিবর্তন করে নতুন নাম করা হয়েছে এগ্রিকালচার। পাশাপাশি বর্তমানে হোম ম্যানেজমেন্ট ও ফ্যামিলি রিসার্চ ম্যানেজমেন্ট বিষয়টির নাম পরিবর্তন করে রাখা হয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট। পাশাপাশি শরীর ও স্বাস্থ্য বিষয়ের পরিবর্তন করে রাখা হয়েছে হেলথ এডুকেশন এন্ড ম্যানেজমেন্ট।

পশ্চিমবঙ্গ কারিগরি ভবনের অফিসিয়াল ওয়েবসাইট » https://webscte.co.in/

অবশ্যই পড়ুন » WEBSCTE New Syllabus: পরিবর্তন হচ্ছে বৃত্তিমূলক বিষয়ের পাঠ্যক্রম! কারিগরি ভবনের নতুন আপডেট

অবশ্য বৃত্তিমূলক বিষয় কোনটিতে কত নম্বর ধার্য থাকবে তাই ইতিমধ্যেই পর্ষদের তরফ থেকে ঠিক করে দেওয়া হয়েছে। পাশাপাশি নয়া বৃত্তিমূলক বিষয়গুলি উপরে কোনটি উপরে কত মার্কস এর প্রশ্ন থাকবে ও কত নম্বর মোট ধার্য থাকবে সেটাও পর্ষদের তরফ থেকে ঠিক করে দেওয়া হয়েছে। পাশাপাশি চলতি বছরে পর্ষদের নির্দেশিকা অনুসারে তিনটি ভাষাভিত্তিক বিষয়ের বাদ দেওয়া হয়েছে তা হল পাঞ্জাবি , গুজরাটি ও ফরাসি ভাষা।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram