WB Budget 2024: রাজ্যে বাজেট নতুন কোন প্রকল্প? সরকারি কর্মী, সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা, দেখে নিন খুঁটিনাটি

Westbengal Budget 2024 Key Highlights

Westbengal Budget 2024: পশ্চিমবঙ্গে ২০২৪ বাজেটে চমকের বন্যা, সাধারণ মানুষের মুখে হাসি! সম্প্রতি ৮ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বাজেটে সাধারণ মানুষের জন্য একের পর এক চমকের ঘোষণা করা হয়েছে (Westbengal 2024 Budget Highlights)। সরকারি কর্মীদের ডিএ থেকে সাধারণ মানুষের লক্ষী ভান্ডার থেকে ছাত্রছাত্রীদের জন্য মোবাইল ট্যাবলেট অনেক সুবিধা থাকছে এই ঘোষণাতে। তার সঙ্গে নতুন প্রকল্পের উদ্বোধন হতে চলেছে, খুঁটিনাটি একদম অল্প কথায় সহজভাবে তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে।

   

Westbengal Budget 2024: পশ্চিমবঙ্গ বাজেটের হাইলাইট

ডিএ বৃদ্ধি: রাজ্য সরকারি কর্মীদের জন্য ৪% ডিএ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে তাদের বেতন বৃদ্ধি পাবে এবং আর্থিক সুবিধা হবে।

  • সাধারণ এবং OBC মহিলারা: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে দুঃস্থ পরিবারের মহিলাদের প্রতি মাসে দেওয়া ভাতা ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ১০০০ টাকা করা হয়েছে। এটি ৪০ লক্ষ পরিবারকে সুবিধা দেবে।
  • এসসি-এসটিদের জন্য: এসসি-এসটি সম্প্রদায়ের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বেড়ে ১২০০ টাকা করা হয়েছে।
  • তরুণের স্বপ্ন: তরুণ্য স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এখন উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের সঙ্গে সঙ্গে একাদশ শ্রেণীর পড়ুয়ারাও অনলাইনে পড়াশোনার জন্য ট্যাবলেট কেনার ১০ হাজার টাকা পাবে।

আরো সুবিধা! যুবশ্রী প্রকল্পে Annexure 3 ফর্ম ফিলাপ! প্রতিমাসে ১৫০০টাকা নয়তো পাবেন না, পদ্ধতি জেনে নিন

  • কর্মশ্রী: মে মাস থেকে ‘কর্মশ্রী’ নামে নতুন প্রকল্প শুরু হবে। এই প্রকল্পের অধীনে গ্রামীণ এলাকার দরিদ্র পরিবারের ১৮ থেকে ৪৫ বছর বয়সী যুবক-যুবতীদের ১০০ দিনের কাজ দেওয়া হবে।
  • সমুদ্রসাথী প্রকল্প: মৎস্যজীবীদের জন্য ‘সমুদ্রসাথী’ প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে প্রতি মাসে ৫০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

কেন্দ্রের ১০০ দিনের কাজের বিপরীতে:

  • ৫০ দিনের কাজ: কেন্দ্রের ১০০ দিনের কাজের পাল্টা রাজ্য সরকার ৫০ দিনের কাজ চালু করবে। এই প্রকল্পের অধীনে গ্রামীণ এলাকার মানুষদের কাজের সুযোগ দেওয়া হবে।

আরও প্রকল্প » Lakhpati Didi Prakalpa: নতুন প্রকল্পে ১ লাখ টাকা পাবেন! কারা আবেদন করতে পারবেন? জেনে নিন

Westbengal Budget 2024-25 PDF (Finance Department)

সম্পূর্ণ বাজেট বাংলাতে ডাউনলোড করুন
Budget Speech 2024-2025
Download PDF
Budget Speech in English   
[সম্পূর্ণ ইংরেজিতে]
Download PDF

একনজরে কি কি সুবিধা হবে পশ্চিমবঙ্গবাসীর?

মোটকথা, মমতার বাজেট সাধারণ মানুষের জন্য আশার আলো দেখিয়েছে। এই বাজেটের ফলে রাজ্যের সামগ্রিক উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে। এই বাজেটের ফলে:

  1. রাজ্য সরকারি কর্মীদের আর্থিক সুবিধা হবে।
  2. সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
  3. মৎস্যজীবীরা আর্থিকভাবে স্বাবলম্বী হবে।
  4. গ্রামীণ এলাকার মানুষদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।
  5. ছাত্র-ছাত্রীরা অনলাইনে পড়াশোনাতে আরও বেশি সুযোগ সুবিধা পাবে।

পশ্চিমবঙ্গ অর্থমন্ত্রক দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট » https://finance.wb.gov.in/

জেনে রাখুন কাজে লাগবে » Safest Bank 2024: সবচেয়ে নিরাপদ ব্যাংকের নাম জানালো RBI! এই Bank-গুলিতে নিরাপদ টাকা রাখুন, দেখে নিন

যদিও এই নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছে যে ভোটের আগে ভোট কেনার বাজেট! বাকিটা সময় বলবে, সঙ্গে থাকুন পরবর্তী সকল ধরনের পড়াশোনা স্কলারশিপ এবং পশ্চিমবঙ্গের আপডেটের জন্য।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram