WBCHSE HS Result 2024, Topper’s Name, Pass Percentage Update WBCHSE: চলতি শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ১৬ই ফেব্রুয়ারি এবং পরীক্ষা শেষ হয়েছে 29 ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর ২,৩৪১টি পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংগঠিত হয়েছিল। পরীক্ষা চলাকালীন প্রশ্ন প্রশ্ন ফাঁস সংক্রান্ত একাধিক খবর উঠে আসে কিন্তু প্রশ্নের মধ্য QR Code থাকায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
প্রকাশিত উচ্চ মাধ্যমিকের রেজাল্ট! পাশের হার কত?
এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,৯০,০০০ জন। এবছর ছেলে পরীক্ষার্থীর তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৯১,৮৩৮ জন বেশি ছিল অর্থাৎ এবারের ছেলে ও মেয়ে পরীক্ষার্থীর অনুপাত হলো ৪৪:৬৬। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৬,৭৯,৭৮৪ জন পরীক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৯০ শতাংশ।
জেলাভিত্তিক পাশের হার
সর্বাধিক পাশের হারে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে লকাতা রয়েছে পঞ্চম স্থানে।
পাশের হারে শীর্ষ ১০ জেলা | |
জেলার নাম | পাশের হার |
পূর্ব মেদিনীপুর | ৯৫.৭৭ |
দক্ষিণ ২৪ পরগনা | ৯২.৮৭ |
পশ্চিম মেদিনীপুর | ৯২.৭৮ |
কালিম্পং | ৯২.৫১ |
কলকাতা | ৯২.১৩ |
উত্তর ২৪ পরগনা | ৯২.০৫ |
নদীয়া | ৯১.৭৩ |
হাওড়া | ৯১.০৬ |
হুগলি | ৯১.০৬ |
বীরভূম | ৯০.২১ |
ক্যাটাগরি ভিত্তিক পাশের হার
এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ক্যাটাগরি ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা এবং পাশের হার দেখে নিন।
ক্যাটাগরি ভিত্তিক পাশের হার | ||
ক্যাটাগরি | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের হার |
সংখ্যালঘু | ১,৮৭,৯২৪ | ৮৬.৯০ |
SC | ১,৩৭,১৩২ | ৮৯.৩৭ |
ST | ২৫,১৯৬ | ৮২.৫৭ |
OBC A | ৪৪,৯৬৬ | ৯১.০১ |
OBC B | ৬১,৫০৯ | ৯৪.২৭ |
After HS Career Guide: উচ্চমাধ্যমিক পরবর্তী Free কেরিয়ার স্কলারশিপ গাইড! সুযোগ মিস করবেন না
উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রথম ১০ মেধা তালিকা (WB HS Topper’s List)
এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ১০ মেধা তালিকায় জায়গা করে নিয়েছে ৫৮ জন পরীক্ষার্থী।
- আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম উচ্চ মাধ্যমিক স্কুলের অভিক দাস ৪৯৬ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে।
- দ্বিতীয় স্থানাধিকারী:- নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌমাদীপ সাহা। প্রাপ্ত নাম্বার ৪৯৫।
- তৃতীয় স্থানাধিকারী:- মালদা জেলার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অভিষেক গুপ্ত। প্রাপ্ত নাম্বার ৪৯৪।
- চতুর্থ স্থানাধিকারী:- ২ জন পড়ুয়া, প্রাপ্ত নাম্বার ৪৯৩।
- পঞ্চম স্থানাধিকারী:- ৭ জন পড়ুয়া, প্রাপ্ত নাম্বার ৪৯২।
- ষষ্ঠ স্থানাধিকারী:- ৭ জন পড়ুয়া, প্রাপ্ত নাম্বার ৪৯১।
- সপ্তম স্থানাধিকারী:- ৫ জন পড়ুয়া, প্রাপ্ত নাম্বার ৪৯০।
- অষ্টম স্থানাধিকারী:- ৬ জন পড়ুয়া, প্রাপ্ত নাম্বার ৪৮৯।
- নবম স্থানাধিকারী:- ৭ জন পড়ুয়া, প্রাপ্ত নাম্বার ৪৮৮।
- দশম স্থানাধিকারী:- ১৬ জন পড়ুয়া, প্রাপ্ত নাম্বার ৪৮৭।
অনলাইনে রেজাল্ট কিভাবে দেখবেন » HS Result Check Online: মোবাইলের মাধ্যমে উচ্চ মাধমিক রেজাল্ট চেক করার পদ্ধতি
অনলাইনে রেজাল্ট চেক করুন » | Check HS Result |
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট | https://wbchse.wb.gov.in/ |
উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সমস্ত লাইভ আপডেট এতে এবং রেজাল্টের পরে স্কলারশিপ ও ক্যারিয়ার গাইড পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »