রাজ্যে প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্র পরিচালনার জন্য পুলিশি ব্যবস্থার গুরুত্ব অপরিসীম, আর প্রশাসনের এই সকল কাজ কর্ম এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য প্রতিবছরের পশ্চিমবঙ্গের বিভিন্ন শূন্য পদে পুলিশ নিয়োগ করা হয়ে থাকে। কিন্তু কত রকমের পদ রয়েছে? কত ধরনের নিয়োগ হয়, বিভিন্ন পদের প্রমোশনের যে ধাপগুলো সেগুলি যেমন চাকরির জন্য জানা দরকার, তার পাশাপাশি জেনারেল নলেজের ক্ষেত্রেও যথেষ্ট প্রয়োজন।
West Bengal Police System: পশ্চিমবঙ্গ পুলিশি ব্যবস্থা
সমগ্র পশ্চিমবঙ্গ পুলিশি ব্যবস্থা নিয়ে বর্ণনা করতে হলে প্রথমে রাজ্যের মোট পুলিশের কয়টি বিভাগ রয়েছে সেই বিষয়ে জানতে হবে। পশ্চিমবঙ্গের পুলিশ এই ব্যবস্থাকে মোট তিনটি জোনে বা বিভাগে বিভক্ত করা হয়েছে এবং প্রতিটি এলাকার মূল দায়িত্বে থাকেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (Inspector General of Police)।
ইন্সপেক্টর পদের মূল কাজ হলো সমগ্র পুলিশি বিভাগের দেখাশোনা করা, ইন্সপেক্টর পদের নিচেই রয়েছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (Deputy Inspector General of Police) অর্থাৎ প্রতিটি এলাকায় ইন্সপেক্টর এর অধীনে ডেপুটি ইন্সপেক্টর নিয়োগ হয়ে থাকে। প্রত্যেকটি পুলিশ জোনকে Range বলা হয়ে থাকে, আর প্রতিটি রেঞ্জের দায়িত্বেই থাকেন এই ডেপুটি ইন্সপেক্টর সাহেব।
এখন আমি আপনাদের সঙ্গে পশ্চিমবঙ্গ ব্যাপী কয়েকটি পুলিশ জোন এবং তার অধীনস্ত বেশ কিছু রেঞ্জের বিষয়ে আলোচনা করব –
- সাউথ বেঙ্গল জোন (Presidency Range, Murshidabad Range, Barasat range)
- ওয়েস্টার্ন জোন (Burdwan range, Midnapore range, Bankura range)
- নর্থ বেঙ্গল জোন (Jalpaiguri Range, Darjeeling Range, Malda Range, Raiganj Range)
- রেলওয়ে জোন (রেল মন্ত্রকের অধীনে)
প্রতিটি জেলাকে সাব ডিভিশনে ভাগ করা হয়ে থাকে এবং প্রতিটি সাব ডিভিশনের দেখভালে থাকেন ডেপুটি সুপারিনটেনডেন্ট পুলিশ। আবার এই সাব ডিভিশনকে বিভিন্ন Circle এ বিভক্ত করে সার্কেল ইন্সপেক্টর অফ পুলিশ-কে দায়িত্ব দেওয়া হয়ে থাকে। আর প্রতিটি সার্কেল একাধিক পুলিশ ষ্টেশন নিয়ে তৈরি এবং পুলিশ স্টেশন গুলি দায়িত্বে থাকেন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর।
WBP Various Post & Departments: পশ্চিমবঙ্গে পুলিশের বিভিন্ন পদ ও বিভাগ
পশ্চিমবঙ্গের সমগ্র পুলিশী বিভাগকে উচ্চতর থেকে নিম্নতর একাধিক ভাগে এবং বিভিন্ন পদে ভাগ করা হয়ে থাকে। উচ্চতর পদগুলির মূল কাজ হল সংগঠন পরিচালনা করা এবং প্রশাসনিক সমস্যার দায়িত্ব দেখাশোনা করা। অপরদিকে অপেক্ষাকৃত নিম্নতর পোস্টগুলি গ্রাউন্ড লেভেলের নেমে কাজ করতে হয়।পশ্চিমবঙ্গে এ সকল পুলিশ সংগঠনগুলি বর্তমানে রয়েছে তা হলো –
- Armed Police (সশস্ত্র বাহিনী)
- Civil Police (সাধারণ পুলিশ)
- Intelligence Branch (ইনটেলিজেন্স ব্রাঞ্চ)
- Investigation Branch (তদন্ত শাখা)
- Police Telecommunication (টেলিকম ব্রাঞ্চ)
- State Crime Records Bureau (ক্রাইম ব্রাঞ্চ)
- SVF: State Vollenteer Force (স্টেট ফোর্স)
West Bengal Police Various Level: পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন স্তর
পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন পদগুলি উচ্চতর থেকে নিম্নতর পদের বিবরণ বিস্তারিত বর্ণনা করা হলো –
পদের নাম | বিবরণ |
---|---|
1. ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) | এই পদ হলো পশ্চিমবঙ্গে পুলিশি বিভাগের সর্বোচ্চ পদ অর্থাৎ সামগ্রিক প্রশাসনের দেখ ভাল ডিরেক্টর সাহেব করে থাকেন। পশ্চিমবঙ্গের এই পদের থেকে উচ্চতর কোন পুলিশি পদ নেই। |
2. অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ADGP) – | এই পদে কাজ অনেকটাই ডিরেক্টর জেনারেলের মত তবে, বড় বড় বেশ কিছু শহর যেমন কলকাতা চেন্নাই প্রভৃতি ক্ষেত্রে প্রাধান্য পেয়ে থাকেন। |
3. ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (IG) | পশ্চিমবঙ্গ পুলিশের তৃতীয় সর্বোচ্চ পদ |
4. ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (DIG) | পশ্চিমবঙ্গ পুলিশের চতুর্থ উচ্চতর পদ |
- সিনিয়ার সুপারেনটেনডেন্ট অফ পুলিশ
- সুপারেনটেনডেন্ট অফ পুলিশ
- এডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ
- সাব ডিভিশনাল পুলিশ অফিসার (DSP)
- অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ
- পুলিশ ইন্সপেক্টর
- সাব ইন্সপেক্টর
- Assistant Sub Inspector
- Head Constable
- Constable বা হাবিলদার (Entry Level)
অবশ্যই দেখবে »
- WBP Constable (Male) Eligibility, Height, Run, Medical
- WBP Lady Constable Eligibility Height, Run, Medical (লেডি পুলিশ)
Westbengal Police Recruitment Process: পশ্চিমবঙ্গে পুলিশের নিয়োগ পদ্ধতি
পশ্চিমবঙ্গের বিভিন্ন পদের পুলিশের নিয়োগ পদ্ধতি এবং প্রমোশন একইভাবে হয় না । কিছু কিছু ক্ষেত্রে অভিজ্ঞতার মাধ্যমেও বিভিন্ন পদে উত্তীর্ণ করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের মূলত চারটে পরীক্ষার মাধ্যমেই পুলিশের বিভিন্ন পদে নিয়োগ নেওয়া হয় সেগুলি হল –
1. WBP/KP Constable Exam: কনস্টেবল পদে নিয়োগ সাধারণত প্রতি বছরেই পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে করা হয়ে থাকে এবং সাধারণত এন্ট্রি লেভেল এ মাধ্যমিক পাশের যোগ্যতায় জয়েন করতে পারবে।
2. WBP/KP SI Exam: সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ সাধারণত প্রতি বছরেই পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে করা হয়ে থাকে।
বিস্তারিত দেখো: পুলিশের SI (Sub Inspector) কিভাবে হওয়া যায়? শিক্ষা ও শারীরিক যোগ্যতা, সমস্ত
3. WBCS Group-B: WBCS এর গ্রুপ বি পরীক্ষার মাধ্যমে রাজ্য পুলিশ সার্ভিস-এর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগের জন্য আবেদন করা যেতে পারে।
4. UPSC বা সিভিল সার্ভিস (Police) পরীক্ষার মাধ্যমে ডেপুটি পুলিশ সার্ভিসে IPS হিসাবে সুপারিনটেনডেন্ট বা এর থেকে উচ্চতর পদে প্রার্থীদের নিয়োগ নেওয়া হয়ে থাকে।
➥ পুলিশ রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট: prb.wb.gov.in
তো সমস্ত সম্পূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দেওয়া হলো। স্বপ্ন দেখো, পরিশ্রম করো লক্ষ্যের দিকে এগিয়ে চলো – তোমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করার জন্য আমরা সর্বতো রয়েছি। কোন জায়গায় সমস্যা থাকলে প্রশ্ন থাকলে অবশ্যই যোগাযোগ করে নেবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »