West Bengal to conduct State Achievement Survey: পশ্চিমবঙ্গের শিক্ষার মানকে উন্নত করার লক্ষ্যে রাজ্যজুড়ে বিভিন্ন স্কুলগুলিতে সমীক্ষার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। ছাত্রছাত্রীরা ঠিক কতটা শিখতে পারছে বা মানোন্নয়ন কাঠিতে পশ্চিমবঙ্গের কোন স্কুল কত র্যাঙ্কে রয়েছে তা নির্ধারণ করতে সরকারের এই পরিকল্পনা। মূলত তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী ও অষ্টম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের এই সার্ভে অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া হবে। বিভিন্ন বিষয়ের উপর MCQ টাইপের প্রশ্ন থাকবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তার উত্তর দিতে হবে।
সার্ভে অ্যাসেসমেন্ট টেস্ট পরীক্ষা (SAS Exam)
প্রসঙ্গত, বিগত বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার মান নিয়ে সংশয়ের প্রশ্ন উঠে এসেছে। সরকারি স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকারা দায়িত্ব সহকারে পড়ান না এরকমই দাবি উঠে আসছে। আর তার সত্যতা নির্নয় করতে সরকারের এরুপ পদক্ষেপ। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম ভাষা, গনিত ও পরিবেশ বিজ্ঞানের উপর পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে অষ্টম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম ভাষা, গণিত, ইংরেজি বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের উপর পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার বিবরণ
প্রধানত ১০ টি করে প্রাথমিক ও ৫ টা মাধ্যমিক স্কুলের ভিত্তিতে মুল্যায়ন করা হবে। পরীক্ষার্থীরা তাদের স্থানীয় ভাষায় বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি এবং সাঁওতালি তেও পরীক্ষা দিতে পারবেন।পরীক্ষা Mcq ফর্মে নেওয়া হবে ও উত্তরপত্র ওএমআর শিটে নেওয়া হবে।
অবশ্যই দেখুন » স্কুলের পাঠ্য আসছে অ্যাঙ্করিং ও রেডিও জকিং, তৈরি হচ্ছে নতুন সিলেবাসে! ঘোষনা স্কুলশিক্ষা দপ্তরের
পরীক্ষার তারিখ
যে সকল স্কুলে পরীক্ষা আপাতত হচ্ছে না সেই সকল স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্যাসের ইনভিজিলেটর হয়ে অন্য স্কুলে যাবেন। আগামী ২৫ শে নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই দিন স্কুলের অন্যান্য কোনও পরীক্ষা যাতে না নেওয়া হয় তার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি তিন বছর অন্তর স্যাসের পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ এর পরবর্তীতে ২০২৪ এ স্যাসের পরীক্ষা নেওয়া হবে। এই বছর তার প্রস্তুতি পর্ব হিসেবে পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষা সংক্রান্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে সুষ্ঠুভাবে এই পরীক্ষা সম্পন্ন করা হয়। আধিকারিকদের বক্তব্য, বিগত বছরের ডিসেম্বর মাসে এই পরীক্ষা নেওয়া হয়েছিল এবং প্রতি বছর এরকম পরীক্ষার ফলে ছাত্রছাত্রীদের মুল্যায়ন সহজতর হবে। আর আঞ্চলিক ভিত্তিতে ছাত্রছাত্রীদের উন্নয়র নির্ধারন করা সহজতর হবে।
অবশ্যই পড়ুন » Balika Samriddhi Yojana: মেয়ের পড়াশুনার খরচ দেবে সরকার! আজই আবেদন করুন এই প্রকল্পে
আর সেই মত পড়াশুনার মানোন্নয়ন সহজে করা যাবে। আর মাধ্যমে পরীক্ষার্থীদের পড়াশুনার মান এবং ভবিষ্যত উন্নয়ন প্রক্রিয়া নির্ধারন করা যাবে। যাতে আগামী দিনে ছাত্রছাত্রীদের পড়াশুনায় আরো আগ্রহী করে তোলা যায় তার জন্য সরকারের এই পদক্ষেপ।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »