WB Yuvashree Prakalpa: সাধারন মানুষের প্রত্যহ জীবনযাপনের সুবিধার জন্য ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে অনেক প্রকল্প ও স্কিমের চালু হয়েছে। সেক্ষেত্রে যদি রাজ্যের ক্ষেত্রে বলা হয়ে থাকে, সমগ্র রাজ্যজুড়েই যুবশ্রী, কন্যাশ্রী, রুপশ্রী, লক্ষী ভান্ডার, কৃষান কল্যান, বার্ধক্যভাতা সহ আরও কত কী, বলে হয়ত শেষ করা যাবে না। এর মধ্যে বেশ কিছু প্রকল্প রাজ্যের গন্ডি ছাড়িয়ে দেশব্যাপী খ্যাতি কুড়িয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি রাজ্যের সকল বেকার তরুন তরুনীদের উদ্দেশ্যে যুবশ্রী প্রকল্পের (WB Yuvashree Scheme) আওতাধীন প্রত্যেক সুবিধাভোগী মাস প্রতি ১৫০০ টাকা করে পাবে। আর এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। ইতিমধ্যে রাজ্যের অনেক তরুন তরুনী এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন।
তবে আজকে আমরা যুবশ্রী প্রকল্প নিয়ে আলোচনা করব – কারা কারা আবেদন করতে পারবেন ও কী ভাবে করবেন বিস্তারিত এই প্রতিবেদনে পেয়ে যাবেন। তাই অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন।
যুবশ্রী প্রকল্প (Westbengal Yuvashree Prakalpa Scheme)
বিগত ২০১৩ সাল থেকে মুখ্যমন্ত্রীর উদ্যোগে যুব উৎসাহ প্রকল্পের প্রচলন করা হয় পরে তা নাম পরিবর্তন করে যুবশ্রী প্রকল্প রাখা হয়। রাজ্যজুড়ে কর্মহীন ও বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে এই প্রকল্পের সূচনা করেন।
পশ্চিমবঙ্গ যুবশ্রী প্রকল্প | তথ্য |
---|---|
সুবিধা | প্রতিমাসে ভাতা আর্থিক অনুদান |
যোগ্যতা | ১৮ বছরের উপরে বেকার যুবক যুবতী |
আবেদন প্রক্রিয়া | অনলাইনে রেজিস্ট্রেশন এবং ফরম পূরণ, পরে অফলাইনে জমা ও ভেরিফিকেশন |
Yuvashree Eligibility: আবেদনকারীর যোগ্যতা
রাজ্যজুড়ে সকল বেকার কর্মহীন যুবক যুবতীরাই এই সুযোগ পাবেন।
- ১. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ২. আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ এর উপরে ও ৪৫ এর নিচে হতে হবে।
- ৩. এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত রাখতে হবে।
- ৪. আবেদনকারীর সঠিক জাতীয় পরিচয়পত্র রাখতে হবে।
কী কী সুবিধা পাবেন? (Yuvashree Amount Benefits)
এখানে আবেদনকারী যুবক যুবতীরা প্রত্যেক মাসে ১৫০০ টাকা করে মাসিক আর্থিক অনুদান পাবেন, সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারেই দেওয়া হয়। তবে প্রতি ছয়মাস অন্তর আপনাকে সেল্ফ ডিক্লেরেশন সার্টিফিকেট দিতে হবে পাশাপাশি এই টাকা কোন খাতে ব্যয় করেছেন তার হিসেবও দেখাতে হবে।
আবেদনের পদ্ধতি (Yuvashree Prakalpa Online Application)
যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীকে প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল সাইটে যেতে হবে।সেখানে ‘নিউ এনরোলমেন্ট জব সিকার’ অপশনে ক্লিক করতে হবে।
এরপরেই রেজিস্ট্রেশনের ফর্ম খুলে যাবে। সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরন করুন ও প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আবেদনপত্র সম্পূর্ণ করুন। সফলভাবে রেজিস্ট্রেশনের পর আপনার ফোনে একটি রেজিস্ট্রেশন নম্বর আসবে তা ভবিষ্যতের জন্য রেখে দিন।
- প্রিন্ট আউট করা আবেদনপত্র নিয়ে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে পরবর্তী ৬০ দিনের মধ্যে জমা করুন।
- এমপ্লয়মেন্ট অফিস থেকে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে এবং তা দিয়ে অফিসিয়াল পোর্টালে লগইন করতে হবে।
- এরপর এনেক্সার ওয়ান ও টু দুটি ফর্ম ফিলাপ করে ফাইনাল সাবমিট করতে হবে।
নতুন লিস্ট: Yuvashree New List 2024: যুবশ্রী প্রকল্পে মাসে ১৫০০ টাকা পাবে! নাম চেক করে নিন
আবেদনের পোর্টাল এবং হেল্পলাইন নম্বর
যুবশ্রী প্রকল্প | লিংক |
---|---|
Yuvashree Scheme: EMPLOYMENT BANK, Govt of Westbengal | Click Here ↗ |
Special Help Line (হেল্পলাইন নম্বর) | 033 – 2237 6300 (From Monday to Friday during office hours only) |
দারুন সুযোগ: PM Internship Scheme: পিএম ইন্টার্নশিপ প্রকল্পে প্রতি মাসে ৫০০০ টাকা, চাকরির সুযোগ!
যারা এখনও যুবশ্রী প্রকল্পে আবেদন করোনি আবেদন করে নাও। আর কোন রকম সমস্যা থাকলে তোমরা হেল্পলাইনে কল করে সরাসরি কথা বলতে পারো। এরকমই হেল্পফুল প্রকল্পের আপডেট স্কলারশিপ এর খবর থেকে পড়াশোনার সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে, আমাদের সাথে যুক্ত থাকো EduTips Bangla-এর সাথে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »